thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘স্যারকে তো আমি সুস্থই দেখলাম’

২০১৪ জানুয়ারি ১৩ ১৩:৪২:০১
‘স্যারকে তো আমি সুস্থই দেখলাম’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘স্যারকে (এরশাদ) তো আমি সুস্থই দেখলাম, উনি তো অসুস্থ নন। সম্মিলিত সামরিক হাসপাতালেও (সিএমএইচ) তিনি সুস্থই ছিলেন।’ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম সোমবার দুপুরে বারিধারার প্রেসিডেন্ট পার্ক থেকে বের হওয়ার পথে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় সালমা ইসলাম বলেন, ‘স্যারকে হাসপাতালে আটকে রাখা হয়েছিল। উনি (এরশাদ) আমাকে বলেছেন।’

সালমা ইসলাম বলেন, মন্ত্রিসভার আকার আরও বড় হওয়া দরকার ছিল। জাতীয় পার্টি থেকে মন্ত্রিসভায় আরও অংশগ্রহণ সবার কাম্য ছিল।

মন্ত্রিত্ব পেতে টাকার লেনদেন হয়েছে কিনা, এমন প্রশ্নে সালমা ইসলাম বলেন, আমার তো টাকার অভাব নেই। আমার ওখানে নির্বাচনও হয়েছে হাড্ডাহাড্ডি। মন্ত্রিত্ব তো আমার পাওয়ার কথা ছিল।

(দ্য রিপোর্ট/সাআ/এফএস/এমডি/শাহ/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর