thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

মিন্টু ও খোকনকে নতুন মামলায় গ্রেফতার না করার নির্দেশ

২০১৪ জানুয়ারি ১৩ ১৪:৩৩:১৬
মিন্টু ও খোকনকে নতুন মামলায় গ্রেফতার না করার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে নতুন কোনো মামলায় গ্রেফতার ও হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

দুইজনের পক্ষে দুটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। তাকে সহায়তা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে রবিবার তার স্ত্রী নাসরিন আউয়াল মিন্টু ও মাহবুব উদ্দিনের পক্ষে তার স্ত্রী আখতারুন্নেসা এ আবেদন করেন।

গত ৮ নভেম্বর মতিঝিল থানার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি মিন্টুকে আটক করে পুলিশ। পরে হেফাজতের ঘটনার মামলাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

অপরদিকে রাজধানীর বাংলামোটরে গাড়ি পোড়ানোর মামলায় গত ২৬ ডিসেম্বর মাহবুব উদ্দিন খোকনকে মৎস্যভবন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে নিম্ন আদালত।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/ডিসেম্বর ১৩, ২০১৪

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর