thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাংবাদিক আফতাব হত্যা, আটক ৫

২০১৪ জানুয়ারি ১৩ ১৪:৩৮:৪৯
সাংবাদিক আফতাব হত্যা, আটক ৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রবীণ সাংবাদিক আফতাব আহমদ হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড্রাইভার হুমায়ূন কবিরসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এটিএম হাবিবুর রহমান জানান, রবিবার রাতে রাজধানীর আগারগাঁও ও গাজীপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক অন্যরা হলেন- হাবিব হাওলাদার, বেলাল হোসেন, রাজু মুন্সি ও সুবিস খান। এদের মধ্যে হুমায়ুন ছিলেন আফতাব আহমেদের গাড়ি চালক।

র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক জিয়াউল আহসানের দাবি, অর্থ লুট ও ডাকাতির উদ্দেশ্যে আফতাবকে হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আটক পাঁচজন।

উল্লেখ্য, ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের নিজ বাসায় (৬৩ নম্বর) খুন হন তিনি। আফতাব আহমদ একজন মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী।

এরপর ২৫ ডিসেম্বর সকাল ১০টায় ওই বাসার তিনতলা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এনইউডি/এইসএ/এপি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর