thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিচারপতির সম্মানে সুপ্রিম কোর্টের কার্যক্রম আধাবেলা বন্ধ

২০১৪ জানুয়ারি ১৩ ১৫:২৭:৩৯
বিচারপতির সম্মানে সুপ্রিম কোর্টের কার্যক্রম আধাবেলা বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রয়াত হাবিবুর রহমানের সম্মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বেঞ্চ দ্বিতীয় সেশনে বসবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে।

সুপ্রিম কোর্টে সোমবার হাবিবুর রহমানের জানাজা শেষে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার একেএম শামসুল ইসলাম এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘এ বিচারপতির সম্মানে প্রধান বিচারপতির পক্ষ থেকে জানানো হচ্ছে যে, দুপুর ২টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কোনো বেঞ্চ আর বসবে না।’

জানাজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘দেশ একজন জ্ঞানী ব্যক্তিকে হারিয়েছে। আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা তাকে মূল্যায়ন করা সম্ভব নয়।’ এ বিচারপতির কর্মকাণ্ড দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।

এ সময় হাবিবুর রহমানের মেয়ে মুশরা আহমেদ বলেন, ‘আমার বাবা অনেক ভালো বাবা ছিলেন। বাবার জন্য সবাই দোয়া করবেন।’

এর আগে প্রয়াত বিচারপতি হাবিবুর রহমানের মরদেহ সকালে জাতীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে বিভিন্ন মন্ত্রী, সংগঠনসহ সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর মরদেহ সুপ্রিম কোর্টে নিয়ে আসা হয়। এখানে জানাজা শেষে শ্রদ্ধা জানান আইনজীবীরা।

এরপর লাশ নিয়ে যাওয়া হয় গুলশানের আজাদ মসজিদে। সেখানে আসরের নামাজের পর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

একইসঙ্গে মঙ্গলবার গুলশানের আজাদ মসজিদে বাদ আসর এ বিচারপতির কুলখানি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

(দ্য রিপোর্ট/এসএ/এনডিএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর