thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

আট আসনে ভোটগ্রহণে ৩০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

২০১৪ জানুয়ারি ১৩ ১৫:৩১:৫০
আট আসনে ভোটগ্রহণে ৩০ ম্যাজিস্ট্রেট নিয়োগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদের আটটি নির্বাচনী এলাকায় পুনরায় ভোটগ্রহণ উপলক্ষে ৩০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।

১৬ জানুয়ারি আট আসনে ভোট অনুষ্ঠিত হবে। নিয়োগ পাওয়া ম্যাজিস্ট্রেটরা নির্বাচনী এলাকায় অপরাধ প্রতিরোধ কার্যক্রম পরিচালনা, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করবেন।

ম্যাজিস্ট্রেটরা মঙ্গলবারের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের মধ্যে যোগদান রিপোর্ট পেশ করবেন বলে আদেশে বলা হয়েছে।

আটটি আসনের মধ্যে রয়েছে-দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, গাইবান্ধা-১, ৩ ও ৪, বগুড়া-৭, যশোর-৫ এবং লক্ষ্মীপুর-১।

বিরোধী দলের অবরোধ-হরতাল, নাশকতায় ৩৬টি আসনের ৫৩৯টি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই, পুড়িয়ে দেওয়া ও কেন্দ্র পুড়িয়ে দেওয়ায় ভোট বন্ধ করা হয়।

এ পরিপ্রেক্ষিতে সব কিছু পর্যালোচনা করে ছয় জেলার আটটি আসনের স্থগিত কেন্দ্রে পুনঃভোট করার সিদ্ধান্ত নেয় ইসি।

(দ্য রিপোর্ট/আরএমএম/এনডিএস/সা/জানুয়ারি ১৩, ২১০৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর