thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৫ রমজান 1446

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

২০১৪ জানুয়ারি ১৩ ১৫:৩৩:৪৩
সিরাজগঞ্জে স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা মোড় এলাকার একটি ক্লিনিক থেকে পুলিশ এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। নিহত আশা (৯) সিরাজগঞ্জ পৌর এলাকার চরমালশাপাড়া গ্রামের জুড়ান আলীর মেয়ে ও হোসেনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ধারণা করা হচ্ছে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ক্লিনিকে নিয়ে আসা ব্যক্তিরা জানিয়েছেন, পাশের সদানন্দপুর গ্রামের তারা মণ্ডলের পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে তারা তাকে উদ্ধার করে কড্ডার মোড় ক্লিনিকে নিয়ে এসেছেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, দুপুর ১২টার দিকে কয়েকজন ব্যক্তি সিএনজিযোগে মৃত অবস্থায় শিশুটিকে কড্ডার মোড়ে ক্লিনিকে নিয়ে আসে। শিশুটির শরীর পানিতে ভেজা, গায়ে সাদা শার্ট, নীল রঙের ফ্রক, লাল রঙের হাফ প্যান্ট পরা ছিল। সংবাদ পেয়ে দুপুরে সদর থানা পুলিশ ক্লিনিক থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর