thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

টেম্পু শ্রমিকদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ, আহত ৩

২০১৪ জানুয়ারি ১৩ ১৫:৪৩:১২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে টেম্পু শ্রমিকদের সঙ্গে আইডিয়াল কলেজের ছাত্রদের সংঘর্ষ হয়েছে। এতে তিন ছাত্র আহত হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, রবিউল ইসলাম (২১), সাজ্জাদ (২৩) ও পিনাকি রঞ্জন (২৫) । আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, টেম্পু চালককে ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় টেম্পু শ্রমিক লীগের নেতাকর্মীরা ছাত্রদের ধাওয়া করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

তবে কলাবাগান থানায় যোগাযোগ করলে দ্য রিপোর্টকে এসআই দেবরাজ জানান, তার কাছে এ ধরনের ঘটনার কোনো তথ্য নেই।

(দ্য রিপোর্ট/এনইউডি/এফএস/এমডি/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর