thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

লভ্যাংশ বিতরণ করবে দেশ গার্মেন্টস

২০১৪ জানুয়ারি ১৩ ১৬:১০:০৩
লভ্যাংশ বিতরণ করবে দেশ গার্মেন্টস

দ্য রিপোর্ট প্রতিবেদক : ফোলিও হোল্ডারদের (মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারী) লভ্যাংশ বিতরণের সময়সীমা ঘোষণা করেছে দেশ গার্মেন্টস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১৫ থেকে ১৬ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানির রেজিস্ট্রার অফিস আউয়াল সেন্টার (৭তম তলা), ৩৪ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী ঢাকায় লভ্যাংশ বিতরণ করা হবে। ফোলিও হোল্ডারদের এই ঠিকানা থেকে লভ্যাংশ নেওয়ার আহ্বান জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

তবে সিকিউরিটিজ হাউসের বিনিয়োগকারীদের বিও হিসেবে লভ্যাংশের অর্থ সরাসরি পাঠানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর কোম্পানিটি ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের জন্য ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

কোম্পানি সংবাদ এর সর্বশেষ খবর

কোম্পানি সংবাদ - এর সব খবর