thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

গাছ লাগানোর শর্তে জামিন

২০১৪ জানুয়ারি ১৩ ১৬:২৭:৩০
গাছ লাগানোর শর্তে জামিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাতক্ষীরা জেলায় রাস্তার পাশের সরকারি সাতটি গাছ কাটায় ৫০টি গাছ লাগানোর শর্তে হাইকোর্ট থেকে জামিন পেলেন এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি মো. উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মজিদকে এ শর্ত সাপেক্ষে ছয় মাসের জামিন দেওয়া হয়েছে।

একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে গাছ লাগানোর বিষয়টি নিশ্চিত করে হলফনামার মাধ্যমে আদালতে উপস্থাপন করার কথা বলা হয়েছে। আর গাছ লাগানোর বিষয়টি তদারকি করবেন সদর উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল ওয়াহাব আদালতে শুনানি করেন।

প্রসঙ্গত, গত বছরের ৩-৪ মার্চ ইউপি চেয়ারম্যানসহ কয়েকজন মানুষ রাস্তার পাশের সাতটি সেগুন ও মেহগনি গাছ কেটে ফেলে।

তার প্রেক্ষিতে ৮ মার্চ উপজেলা সার্ভেয়ার হাসানুজ্জামান বাদী হয়ে এই চেয়ারম্যানসহ ২২ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, চেয়ারম্যানসহ কয়েকজন মানুষ সাতটি গাছ কাটে। যার বাজার মূল্য ছিল চার হাজার টাকা।

(দ্য রিপোর্ট/এসএ/এমসি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর