thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ব্যাংকিং খাতে চাঙ্গাভাব

২০১৪ জানুয়ারি ১৩ ১৭:২৩:৩৪
ব্যাংকিং খাতে চাঙ্গাভাব

দ্য রিপোর্ট প্রতিবেদক : একদিনের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) ব্যাংকিং খাতের লেনদেন প্রায় দ্বিগুণ হয়েছে। রবিবার ডিএসইর লেনদেনে এ খাতের অবদান ছিল ৫.৭১ শতাংশ। সোমবার তা বেড়ে দাঁড়িয়েছে ৯.২৯ শতাংশে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৫০ কোটি ৬৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এর মধ্যে ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে ৬০ কোটি ১০ লাখ ২০ হাজার টাকার শেয়ার। যা ডিএসইর মোট লেনদেনের ৯.২৯ শতাংশ।

এদিন এ খাতের ২৮টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, কমেছে ২টির। সবচেয়ে বেশি দর বেড়েছে আইএফআইসি ব্যাংকের। এ শেয়ারের দর বেড়েছে ১.৩০ টাকা। এ ছাড়া সিটি ব্যাংকের ১.১০ টাকা, উত্তরা ব্যাংকের ১ টাকা, ইউসিবিএলের ০.৯০ টাকা, ব্যাংক এশিয়ার ০.৭০ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ০.৬০ টাকা এবং ওয়ান ব্যাংকের শেয়ার দর বেড়েছে ০.৭০ টাকা।

ডিসেম্বরে ব্যাংকগুলোর আর্থিক বছর শেষ হয়েছে। সামনে এ সব প্রতিষ্ঠান লভ্যাংশ ঘোষণা করবে। লভ্যাংশের আশায় বিনিয়োগকারীদের অনেকে এ সব প্রতিষ্ঠানের শেয়ারের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

তবে অনেকে এ ইস্যুকে কেন্দ্র করে কৃত্রিমভাবে এ খাতের শেয়ার দর বাড়ানোর কৌশল করতে পারে। তাই ভেবে চিন্তে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।

(দ্য রিপোর্ট/ডব্লিউএন/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর