thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জাপা চেয়ারম্যানের মুখপাত্র কাদের ও রুহুল আমিন

২০১৪ জানুয়ারি ১৩ ১৭:৪৬:৪০
জাপা চেয়ারম্যানের মুখপাত্র কাদের ও রুহুল আমিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তাঁর দলীয় মুখপাত্র হিসেবে পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের এবং মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দায়িত্ব প্রদান করেছেন। সোমবার বিকেলে এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে পার্টির চেয়ারম্যানের সকল নির্দেশনা এবং দলীয় সিদ্ধান্তের কথা তাঁর পক্ষে উল্লিখিত দুই নেতার মাধ্যমে প্রচার বা প্রকাশিত হবে। অন্য কেউ পার্টির চেয়ারম্যান বা দলীয় মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে পার্টির পক্ষে নীতি নির্ধারণী বিবৃতি বা বক্তব্য প্রদান করতে পারবেন না বলে পার্টির চেয়ারম্যান এরশাদ এক সাংগঠনিক নির্দেশে জানিয়ে দিয়েছেন।

এটা জাতীয় পার্টি এবং পার্টির সংসদীয় দল এই উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।


(দ্য রিপোর্ট/সাআ/এপি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর