thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

আবারও বিদ্রোহ শুরু করেছে সিরিয়ান আল-কায়েদা

২০১৪ জানুয়ারি ১৩ ১৮:১৭:৩৬
আবারও বিদ্রোহ শুরু করেছে সিরিয়ান আল-কায়েদা

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ায় আল-কায়েদা সংযুক্ত ইসলামিক স্ট্যাট অব ইরাক অ্যান্ড দ্য লেবেন্টের (আইএসআইএল) যোদ্ধারা আবারও বিদ্রোহ শুরু করেছে। দেশটির উত্তর-পূর্ব রাক্কা প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধে হারানো বেশিরভাগ এলাকাই গত দুইদিনে পুনর্দখলে নিয়েছে বিদ্রোহীরা।

নাম প্রকাশ না করে প্রদেশটির এক বিদ্রোহী নেতা জানান, প্রদেশটির তুর্কি সীমান্ত এলাকার তেল আবিয়াদ শহরে গত দুইদিনের সংঘর্ষে শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে তার এ বক্তব্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে নতুন করে আইএসআইএল বিদ্রোহ শুরুর বিষয়টি পশ্চিমাদের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে আগামী ১০ দিনের মধ্যে জেনেভায় শুরু হতে যাওয়া শান্তি আলোচনায় ব্যাঘাত ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর