thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

পুরান ঢাকায় ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে আহত ২২

২০১৪ জানুয়ারি ১৩ ১৮:৫৮:১৪

জবি প্রতিবেদক : আর্থিক লেনদেনকে কেন্দ্র করে পুরান ঢাকার সদরঘাটে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৮ রাউন্ড গুলিবর্ষণ করে। সোমবার বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এতে ১৭ জন গুলিবিদ্ধসহ ২২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ ব্যবসায়ীকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আটককৃত ব্যবসায়ীরা হলেন- আনিসুল হক, হাজী মোহাম্মদ লিটন, শহীদুল ইসলাম, মোহাম্মদ মিতু ও আজমল হুদা।

ব্যবসায়ীরা জানান, সদরঘাট লেডিস মার্কেটের ব্যবসায়ী নবী হোসেন সাউথ প্লাজা মার্কেটের ব্যবসায়ী মতিনের কাছ থেকে ২ লাখ ৫৯ হাজার টাকা নিয়ে উধাও ছিল। দীর্ঘদিন পর শনিবার নিকটবর্তী সাইকেল মার্কেট থেকে মতিনের ঘনিষ্ঠজনরা তাকে সাউথ প্লাজায় আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে।

সোমবার বেলা ১টার দিকে কোতোয়ালি থানায় সমঝোতা চলাকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দেড়টার দিকে বিক্রমপুর গার্ডেন সিটি মার্কেটের সামনে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। একপর্যায়ে সদরঘাট ঘাট শ্রমিকদের একটি অংশ নবী হোসেনের পক্ষে অবস্থান নেয়। এ সময় পুলিশ ১৮ রাউন্ড রাবার বুলেট ও ছড়া গুলি ছুড়ে।

এ ঘটনায় ৪ পুলিশ সদস্যসহ ২২ জন আহত হয়েছেন। আহতরা হলেন- কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, এসআই শাহানুর, এসআই কাজী স্বপন, কনস্টেবল রফিক, মো. মোস্তফা (২৪), হারুন শেখ (৬০), সাথী আক্তার (১৯), রুবেল (৩৪), দেলোয়ার (২৮), জাহাঙ্গীর (২৮), হাসান (২২), গোলাপ হোসেন (২২), শহীদুল (৩০), গোলাম হোসেন (২২), মো. শহীদুল (৪০), রিপন, শওকত (৩৫), আমিন (৪৫), সজল (২২), আক্তার হোসেন (৩২), রাকিব হোসেন (২৬) ও মুসা (২০)।

এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি করতে বাধ্য হয়। তবে এতে কেউ আহত হয়েছেন বলে আমাদের জানা নেই।

(দ্য রিপোর্ট/এলআরএস/এপি/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর