thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

রাবি ছাত্রলীগ নেতার মৃত্যু

২০১৪ জানুয়ারি ১৩ ১৯:০২:৫৬
রাবি ছাত্রলীগ নেতার মৃত্যু

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সোহাওয়ার্দী হল শাখা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম রতন মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয় সংলগ্ন নতুন বুধপাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে। রাবি থেকে আরবিতে মাস্টার্স সম্পন্ন করে ঢাকায় চাকরি করতেন তিনি। তিনি রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদকও ছিলেন।

পরিবারিক সূত্রে জানা গেছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রবিবার রাত তিনটার দিকে ঢাকায় মারা যান তিনি।

রতনের প্রতিবেশী এসএম সজল জানিয়েছেন, তিন-চার মাস ধরে রতন ঢাকার রামপুরা এলাকায় ছাত্রাবাসে থাকতেন। ঢাকায় তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। রবিবার রাতে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে তার ছাত্রাবাস থেকে পরিবারকে জানানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে তার মৃতদেহ বাড়িতে আনা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা দ্য রিপোর্টকে জানান, রতন ২০১২ সালের ২৪ অক্টোবর শিবিরের হামলার শিকার হন। পরে দেশে চলমান সহিংসতার কারণে তিনি সর্বশেষ কয়েক মাস ধরে বাড়িতে আসতে পারেননি। তার বাড়ির অবস্থান জামায়াত-শিবির অধ্যুষিত এলাকায় হওয়ার কারণে পরিবারের ওপর হামলা হতে পারে বলে তিনি মানসিকভাবে দুশ্চিন্তায় ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএএ/এমএইচও/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর