thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সেই সাহসী কিশোরের নামে বিদ্যালয়, স্টেডিয়ামের নামকরণ

২০১৪ জানুয়ারি ১৩ ১৯:০৬:১৪
সেই সাহসী কিশোরের নামে বিদ্যালয়, স্টেডিয়ামের নামকরণ

দ্য রিপোর্ট ডেস্ক : হাজার ছাত্রের জীবন বাঁচাতে নিজ জীবন উৎসর্গকারী কিশোরকে স্মরণীয় করে রাখতে তার নামে বিদ্যালয় ও স্টেডিয়ামের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। খবর ডননিউজের।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দফতর থেকে আইতেজাজ হাসানকে (১৫) সিতারা-ই-সুজ্জাত (সাহসের তারা) খেতাব দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এটা সাহসের ক্ষেত্রে দেওয়া দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব।

পাকিস্তানের উত্তর-পশ্চিমে খাইবার পশতুনখাওয়া রাজ্যের শিয়া ইব্রাহিমজাই গ্রামের হাসান গত সপ্তাহের সোমবারে এক আত্মঘাতী বোমা হামলা ঠেকাতে গিয়ে নিহত হন।

প্রায় এক হাজার ছাত্রের ওই বিদ্যালয়ের প্রধান গেইটের সামনে এক অজ্ঞাত ব্যক্তি আত্মঘাতী বোমা হামলা চালানোর প্রস্তুতি নেয়। এ সময় তাকে নিবৃত্ত করতে গিয়ে বোমার আঘাতে মারাত্মক আহত হন হাসান। তবে এ সময় বিদ্যালয়ে উপস্থিত হাজারও ছাত্রের কেউ হতাহত হয়নি।

আহত হাসানকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি।

রাজ্য সরকারের অন্যতম উপদেষ্টা আমজাদ আফ্রিদি এএফপি’কে বলেন, ‘আইতেজাজ হাসান যে বিদ্যালয়ে পড়ত সেটির নাম তার নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাঙ্গু জেলার নির্মাণাধীন একটি স্টেডিয়ামের নামও তার নামে রাখা হবে।’

এ ছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে হাসানের বাবা-মাকে ৫০ লাখ রুপি (৪৭ হাজার ইউএস ডলার) দেওয়া হবে বলেও জানান তিনি।

ইতোমধ্যে পুরো দেশে ‘বীর’ হিসেবে পরিচিতি পাওয়া হাসানকে সরকারের অন্য কর্মকর্তার পক্ষ থেকে সম্মান প্রদর্শন করেন আমজাদ।

(দ্য রিপোর্ট/এসকে/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর