thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘প্রধানমন্ত্রী জয়ের মেকী আনন্দে আত্মহারা’

২০১৪ জানুয়ারি ১৩ ১৯:২৪:২৭
‘প্রধানমন্ত্রী জয়ের মেকী আনন্দে আত্মহারা’

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একতরফা প্রহসনের নির্বাচনে জয়ের মেকী আনন্দে আত্মহারা হয়ে আছেন।

সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বভাব সুলভ দাম্ভিকতাপূর্ণ উক্তির মাধ্যমে আবার জাতিকে জানিয়ে দিলেন, তিনি দেশের জনমতকে, আন্তর্জাতিক মতামতকে তোয়াক্কা করেন না।

তিনি বলেন, জনগণের ন্যায় সংগত আন্দোলন কখনও ব্যর্থ হয় না। একতরফা নির্বাচন দেশে-বিদেশে প্রত্যাখ্যাত হয়েছে। জনগণের বিজয় সূচিত হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অহঙ্কার ও দাম্ভিকতা পরিত্যাগ করে, সকল দলের অংশগ্রহণের মাধ্যমে, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে অতি দ্রুত একটি নির্বাচনের আয়োজন করেই কেবলমাত্র এই ভয়াবহ সংকট থেকে দেশকে রক্ষা করা সম্ভব।

(দ্য রিপোর্ট/টিএস/এসবি/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর