thereport24.com
ঢাকা, শনিবার, ১৫ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৫ রমজান 1446

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৪ জানুয়ারি ১৩ ১৯:২৭:৩১
জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জয়পুরহাট সংবাদদাতা : জেলার আক্কেলপুর উপজেলার ভিকনি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও দুইজন।

নিহতদের মধ্যে একজনের নাম ফেরদৌস হোসেন। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলার বিরলা গ্রামে।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউস সাদিক রেজা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল ৫টায় আক্কেলপুর-বগুড়া সড়কের ভিকনিতে এক মোটরসাইকেল আরোহীকে চোর সন্দেহে ধাওয়া করে জনতা। এ সময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ও আরোহীর মৃত্যু হয়। এ ছাড়া ভ্যানচালক ও ভ্যান আরোহী গুরুতর আহত হন।

আহতাবস্থায় তাদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এএএম/এমএইচও/এসকে/সা/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর