thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ১৯ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

কেজরিওয়ালের ‘জনতা দরবার’ বন্ধ

২০১৪ জানুয়ারি ১৩ ২০:০৬:৫৩
কেজরিওয়ালের ‘জনতা দরবার’ বন্ধ

দ্য রিপোর্ট ডেস্ক : ‘জনতা দরবার’ চালুর সপ্তাহ না পেরুতেই তা বন্ধের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তবে ‘জনতা দরবার’ বন্ধ হলেও প্রতি সপ্তাহে সাধারণ জনগণের সঙ্গে দেখা করবেন তিনি। খবর এনডিটিভির।

কেজরিওয়াল বলেন, ‘আমি জনগণের সঙ্গে প্রতি সপ্তাহে একবার করে দেখা করব।’

তিনি আরও বলেন, ‘জনগণ অনলাইনে তাদের মতামত জানাতে পারবে। আমরা একটি কল সেন্টার প্রতিষ্ঠা করব। পোস্টের মাধ্যমেও জনগণ তাদের অভিযোগ পাঠাতে পারবে।’

এর আগে গত শনিবার দিল্লি সরকারের প্রধান কার্যালয়ে সরাসরি জনগণের অভিযোগ শুনতে আসেন কেজরিওয়াল ও তার কেবিনেট মন্ত্রীরা। কিন্তু হাজারো জনগণের উপস্থিতিতে বিশৃঙ্খলা দেখা দেওয়ায় দরবার শেষ না করেই চলে যেতে হয় কেজরিওয়ালকে।

তখন ভবিষ্যতে আরও ভালোভাবে ‘জনতা দরবার’ আয়োজন করার ঘোষণা দিয়েছিলেন আম আদমি পার্টির (এএপি) প্রধান কেজরিওয়াল। কিন্তু বর্তমানে তিনি তার ঘোষণা থেকে সরে এলেন।

সূত্র জানায়, ব্যাপক আকারে কেবিনেট মন্ত্রীদের সঙ্গে সাধারণের সাক্ষাতের চেয়ে ছোট আকারে তা পরিচালনার পক্ষে এএপি।

(দ্য রিপোর্ট/এসকে/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর