thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘ভাই আগেতো শুভেচ্ছা জানাবেন, তারপর ...’

২০১৪ জানুয়ারি ১৩ ২০:৩২:২২

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দিন অফিস করতে এসেই সাংবাদিকদের প্রশ্নবানে জর্জরিত প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, ‘ভাই আগেতো শুভেচ্ছা, স্বাগতম জানাবেন। তারপর প্রশ্ন করুন।’

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার প্রথম দিন অফিস করেন প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এদিন দুপুরের আগেই প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। এই সময়ে মন্ত্রণালয়ের সচিবসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা তাকে স্বাগত জানান। প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যূ সম্পর্কে খোঁজ-খবর নেন। নির্বাচনী এলাকার নেতাকর্মীরা সোমবার মন্ত্রণালয়ে এসে শাহরিয়ার আলমকে ফুলেল শুভেচ্ছা জানান। দুপুর বেলায় প্রতিমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রথম দিনের অফিস করা প্রসঙ্গে তিনি বলেন, ‘জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলাম। আর পরিচিত ও রাজনৈতিক নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেই প্রথম দিন কাটলো।’

(দ্য রিপোর্ট/জেআইএল/এসবি/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর