thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

মহীউদ্দীন খান আলমগীরের অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

২০১৪ জানুয়ারি ১৩ ২০:৫৩:৪৪
মহীউদ্দীন খান আলমগীরের অপেক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়!

আহমদুল হাসান আসিক, দ্য রিপোর্ট : নতুন মন্ত্রিসভায় ড. মহীউদ্দীন খান আলমগীরের নাম না থাকলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখানো হচ্ছে তাকে। এমনকি প্রতিমন্ত্রী হিসেবে অ্যাডভোকেট শামসুল হক টুকুর নামও রয়েছে!

নির্বাচনের আগেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব থেকে মহীউদ্দীন খান আলমগীরকে সরিয়ে দেওয়া হয়। নতুন মন্ত্রিসভায়ও নেই তার নাম। তবুও তার অপেক্ষায় রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ কারণেই মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তার নাম সরানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এখনও কাউকে দায়িত্ব দেওয়া হয়নি। তবে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আসাদুজ্জামান খান কামাল। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী ও অ্যাডভোকেট শামসুল হক টুকু প্রতিমন্ত্রীর দায়িত্বে এখনও বহাল আছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের তথ্য সংগ্রহে সোমবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে এ সব তথ্য পাওয়া যায়।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ দ্য রিপোর্টকে বলেন, ‘সবেমাত্র নতুন প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা এটা ঠিক করে দেব। আমরা অপেক্ষায় ছিলাম মহীউদ্দীন খান আলমগীর আবার ফিরে আসবেন। এ কারণে তার নাম পরিবর্তন করা হয়নি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট mha.gov.bd তে আগের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত, ই-মেইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরও দেওয়া আছে।

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারে ড. মহীউদ্দীন খান আলমগীরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্বাচনকালীন সরকারের প্রতিমন্ত্রী হিসেবে শামসুল হক টুকু দায়িত্ব পালন করেন। নতুন মন্ত্রিসভা শপথ নেওয়ার পর সোমবার সকাল থেকে প্রতিমন্ত্রী হিসেবে কার্যক্রম শুরু করেছেন আসাদুজ্জামান খান কামাল। কিন্তু ওয়েবসাইটে তার নাম না থাকা নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সাইটে এমন বিভ্রান্তিকর তথ্য থাকায় সংশ্লিষ্টদের দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে।

মন্ত্রী পরিষদ গঠন সম্পর্কে মন্ত্রী পরিষদ সচিব মোশারফ হোসেন ভূঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নামের তালিকা প্রকাশ হওয়ার পর পুরাতন মন্ত্রীরা আর থাকবেন না।’

প্রসঙ্গত, দশম জাতীয় সংসদের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ অনুষ্ঠিত হয়েছে গত রবিবার। ওই দিন সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বন্টন করে গেজেটও প্রকাশ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেজেএন-এএইচএ/এসকে/আরকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর