thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

২০১৪ জানুয়ারি ১৩ ২১:১৯:০৫
১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন ১৮ দলের শীর্ষ নেতারা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সোমবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য রেদওয়ান উল্লাহ শাহিদী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণী, কল্যাণ পার্টির সভাপতি মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

এর আগে ১৮ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে ১৮ দলীয় জোট নেতারা বৈঠক করেন। এ ছাড়া ১৯ নভেম্বর ১৮ দলীয় জোট নেতারাসহ বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গেও বৈঠক করেন খালেদা জিয়া।

(দ্য রির্পোট/টিএস-এমএইচ/এমএইচও/এসকে/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর