thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

শেরপুরে উপজেলা ও ইউপি চেয়ারম্যান কারাগারে

২০১৪ জানুয়ারি ১৩ ২১:৪৬:১৭
শেরপুরে উপজেলা ও ইউপি চেয়ারম্যান কারাগারে

শেরপুর সংবাদদাতা : টিআর প্রকল্পের গম আত্মসাতের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা এবং একই উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ সরকারকে সোমবার কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

আদালত সূত্রে জানা যায়, টিআর প্রকল্পের গম আত্মসাতের অভিযোগে দুদুকের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান ও একই উপজেলার কাংশা ইউপি চেয়ারম্যান হাইকোর্টের দেওয়া ৮ সপ্তাহের জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার শেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করে। কিন্তু জামিন আবেদন নাকচ করে ম্যাজিস্ট্রেট হাকিম বুলবুল আহমেদ দুই চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১১-২০১২ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় উপজেলার ৩৭টি প্রকল্পের মধ্যে ৩৩টি প্রকল্পের কাজ না করে পুরো অর্থ আত্মসাতের অভিযোগে উপজেলা চেয়ারম্যানসহ ৭ ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

(দ্য রিপোর্ট/এসএম/এমএইচও/এনআই/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর