thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

আমার সেলিম আল দীন

২০১৪ জানুয়ারি ১৩ ২২:১৯:৪২
আমার সেলিম আল দীন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা নাটকের শেকড় সন্ধানী নাট্যকার সেলিম আল দীনের স্ত্রী মেহেরুন্নেসা তার স্বামীর মৃত্যুবার্ষিকীতে দ্য রিপোর্টের কাছে স্মৃতিচারণ করলেন।

সেলিম আল দীন আমার সহপাঠী, বন্ধু অতঃপর আমি তার স্ত্রী। তার ব্যাপারে স্ত্রী হিসেবে তো একটা আলাদ ভাবনা আছেই কিন্তু নাট্যকার সেলিম আল দীনের সম্পর্কে আমার আলাদা মন্তব্য নেই। প্রথম যখন কীর্তনখোলা নাটকটি মঞ্চায়ন হয় আমার টেবিলে একটি চিরকুট রেখে চলে আসে মঞ্চায়ন দেখতে।

চিরকুটে লেখা ছিলো মেহেরুন্নেসা আমি কীর্তনখোলা দেখতে যাচ্ছি যদি ভাল সাড়া না পাই তবে আত্মহত্যা করব। আমি তো চিন্তায় অস্থির ও একা গেল; যদি কোনো গণ্ডগোল হয়ে যায়! হাস্যোজ্জল মুখে রাতে বাড়ি ফিরে আসলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। তার এই আচরণে নিশ্চয়ই বোঝা যায় তার বেঁচে থাকা নাটকের সফলতার মধ্যে কতটুকু মিল। আমার বিশ্বাস তার শুভানুধ্যায়ী ও ভক্তদের সুচিন্তিত পাঠের মধ্য দিয়ে সেলিম আল দীন যুগ যুগ ধরে বেঁচে থাকবে।

(দ্য রিপোর্ট/এমএ/এইচএসএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর