thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শিগগির দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া

২০১৪ জানুয়ারি ১৩ ২৩:২৪:৩৪
শিগগির দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন খালেদা জিয়া

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে শিগগির দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৮ দলীয় জোটের বৈঠক সূত্রে এ তথ্য জানা যায়। সোমবার রাত সাড়ে ৮টায় এ বৈঠক শুরু হয়ে শেষ হয় রাত ১০টা ৫০ মিনিটে।

বৈঠকে শেষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ সাংবাদিকদের জানান, কয়েক দিনের মধ্যে প্রেস কনফারেন্স করে দেশবাসীর উদ্দেশে ১৮ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া বক্তব্য তুলে ধরবেন।

বৈঠক সূত্রে জানা গেছে আগামী ১৫ অথবা ১৬ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/এসবি/জানুয়ারি ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর