thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

দেশে দেশে নবীজিকে স্মরণ

২০১৪ জানুয়ারি ১৪ ০০:১০:২৬

দ্য রিপোর্ট ডেস্ক : নবীভক্তরা রবিউল আউয়ালের এই দিনটিকে নানাভাবে উদযাপন করেন। কেউ পালন করেন সরবে আবার কেউ করেন নীরবে। ইন্টারনেট থেকে পাওয়া ছবি থেকে চারটি দেশের উৎসবমূখর ছবি পাঠকদের জন্য উপস্থাপন করা হলো-

বাংলাদেশের কয়েকটি সংগঠনের শোভাযাত্রা।

কয়রোতে রাসূল (সা.)-র জন্মদিনের উৎসব।


ভারতের অধীনে থাকা কাশ্মিরের শ্রীনগরে রাসূল (সা.)-র জন্মদিনের উৎসব। এখানকার হযরত বাল মসজিদে আছে নবীজীর চুলসহ বেশ কিছু স্মৃতি চিহ্ন।



ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড় ও উড়িষ্যার শোভাযাত্রা।

পাকিস্তানের হায়দ্রাবাদ ও ইসলামাবাদের নানা আয়োজন।



(দ্য রিপোর্ট/ডব্লিউএস/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর