thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সংসদ অধিবেশনের প্রথম দিন হরতাল দিতে পরে বিরোধী জোট

২০১৪ জানুয়ারি ১৪ ০০:৪০:৪৫
সংসদ অধিবেশনের প্রথম দিন হরতাল দিতে পরে বিরোধী জোট

দ্য রিপোর্ট প্রতিবেদক : সদ্য গঠিত দশম জাতীয় সংসদ অধিবেশনের উদ্ভোধনী দিন হরতাল কর্মসূচি দিতে পারে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট বলে জানা গেছে।

প্রসঙ্গত, নতুন সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ জানুয়ারি আহ্বান করেছেন রাষ্ট্রপতি।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসন ও ১৮ দলীয় জোট নেতা খালেদা জিয়া। বৈঠকে চলমান রাজনীতি, সরকারের একতরফা নির্বাচন, সরকার গঠন, সরকারের মেয়াদকালসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্রে জানা গেছে।

বৈঠক শেষে ১৮ দলীয় জোটের অন্যতম নেতা ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদ সাংবাদিকদের জানান, চলমান রাজনৈতিক বিষয়সহ সরকারের একতরফা প্রহসনের নির্বাচন, আন্দোলন কর্মসূচি, কর্মসূচির ভুলভ্রান্তি, প্রহসনের নির্বাচনকে বিশ্বের কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের সমর্থন না দেওয়াসহ বিভিন্ন বিষয়ে জোটের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

কর্নেল অলি জানান, খুব শিগগিরিই জোট নেত্রী খালেদা জিয়া দেশবাসীর উদ্দেশে জোটের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরতে সংবাদ সম্মেলন করবেন।

অলি বলেন, বৈঠকে সরকারবিরোধী জোটের আন্দোলন কর্মসূচি, কর্মসূচির ভুল-ভ্রান্তি সম্পর্কেও আলোচনা-পর্যালোচনা হয়েছে। তিনি বলেন, বৈঠক মনে করে, বর্তমান সরকার জনগণের অংশগ্রহণবিহীন একটি একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করছে। জনগণ জোট নেত্রী খালেদা জিয়ার ভোট বর্জনের আহ্বানে সাড়া দিয়েছে। সরকারের প্রচেষ্টা সত্ত্বেও ভোট পড়েছে মাত্র ৩ থেকে ৫ শতাংশ। জনগণের ভোট বর্জনের ধন্যবাদ জানিয়েছে ১৮ দলীয় জোট। তিনি আরও বলেন, নবম সংসদের মেয়াদ ২৪ জানুয়ারি পর্যন্ত আছে। এ সংসদ রেখে আবার নতুন সংসদ শপথ ও নতুন মন্ত্রিপরিষদ গঠন নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

এলডিপি সভাপতি বলেন, শুধুমাত্র ভারত ও রাশিয়া ছাড়া পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্র এই সরকারকে সমর্থন দেয়নি। এটাও ১৮ দলীয় জোটের আন্দোলনে সফলতা বলে আমরা মনে করি।

এর আগে, রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার সভাপতিত্বে ১৮ দলীয় জোটের বৈঠক শুরু হয়। বৈঠক রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত চলে।

বৈঠকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদের সদস্য ড. রেদোয়ান উল্লাহ শাহীদী, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান অংশ নেন।

উল্লেখ্য, এর আগে সর্বশেষ ১৮ নভেম্বর ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন জোট নেতা খালেদা জিয়া।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এসবি/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর