thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ব্রাজিলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১২

২০১৪ জানুয়ারি ১৪ ১০:৩৩:৪৪
ব্রাজিলে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক : ব্রাজিলের দক্ষিণাঞ্চলের শহর ক্যামপিনাসে সোমবার রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ ও গণমাধ্যম সূত্র। নিহতদের মধ্যে দেশটির একজন পুলিশ সদস্যও রয়েছেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংঘর্ষের কারণ খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তিনি জানান, প্রতিহিংসা অথবা সন্ত্রাসী গ্যাংগুলোর পারস্পারিক দ্বন্দ্বে এই সশস্ত্র সংঘর্ষ ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, শহরের একটি বাস টার্মিনালকে কেন্দ্র করে রাতভর এ সংঘর্ষ চলে। সংঘর্ষে ওই টার্মিনালেই মারা যায় ৫ জন। আর বাকিদেরকে টার্মিনালের আশেপাশের এলাকায় হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি দেশটির পুলিশ।

প্রসঙ্গত, ক্যামপিনাস শহরটি ব্রাজিলের তৃতীয় বৃহত্তম শহর সাও পাওলো থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরে অবস্থিত। সাও পাওলোতে ২০১৪ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর