thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

ফিলিপাইনে স্কুলে বোমা হামলায় আহত ২৪

২০১৪ জানুয়ারি ১৪ ১০:৩৭:৫৭
ফিলিপাইনে স্কুলে বোমা হামলায় আহত ২৪

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিপাইনের একটি স্কুলে সোমবার বোমা বিস্ফোরণে ছাত্র-শিক্ষকসহ কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর গাল্ফ নিউজের।

ফিলিপাইনের রাষ্ট্রচালিত কোটাবাতো ফাউন্ডেশন কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজির ক্যাম্পাসে এ হামলা চালানো হয়। স্কুলটি ফিলিপাইনের মুসলিম অধ্যুষিত মিন্দানাও প্রদেশের অ্যারাকান শহরে অবস্থিত।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে তাৎক্ষণিক বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে দুষ্কৃতিকারীরা বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। তবে বিশেষজ্ঞরা হামলার বিস্তারিত কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

এখন পর্যন্ত দেশটির কোনো গোষ্ঠী এ হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর