thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাভারে বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

২০১৪ জানুয়ারি ১৪ ১০:৫৬:৩১
সাভারে বিএনপি নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা

দুর্বৃত্তরা। সাভারের চাপাইন এলাকায় মঙ্গলবার সকালে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

রহম আলী সাভারের চাপাইন এলাকার কটু মিয়ার ছেলে। তিনি সাভার থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার জানায়, সোমবার রাত ১০টার দিকে রহম আলীকে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। এর পর তিনি আর বাসায় ফিরে আসেননি। রাতে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে বাসার পাশে একটি খালে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। তারা গিয়ে লাশটি সনাক্ত করে। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সাভার সংবাদদাতা : সাভারে বাসা থেকে ডেকে নিয়ে বিএনপি নেতা রহম আলীকে(৩০) পিটিয়ে হত্যা করেছে

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, রহম আলীর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এফএস/ এমডি/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর