thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জিয়ার মাজারে দোয়া মহফিল

২০১৪ জানুয়ারি ১৪ ১১:৪৮:১৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : ইসলাম ধর্মের সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিময় দিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর শেরেবাংলানগরে জিয়ার মাজারে মঙ্গলবার বেলা ১১টার দিকে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।

দোয়া মাহফিলে বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রেজা, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক, সহ সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম রেজা, মাওলানা আলমগীর হোসেন, দফতর সম্পাদক মাওলানা আব্দুল হোসেনসহ ঢাকা মহানগর ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন।

এদিকে বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসারুল হক এ তথ্য জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমএইচ/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর