thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২০১৪ জানুয়ারি ১৪ ১২:০৭:০৭
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাভার সংবাদদাতা : সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেছেন। মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তিনি। সেখানে এক মিনিট নীরবতা পালন করেন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় শেখ হাসিনার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে বেলা ১১টা ২২ মিনিটে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

এর আগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মঙ্গলবার সকাল থেকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বন্ধ করে দেওয়া হয় মহাসড়কে সাধারণ যানচলাচল।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান।

(দ্য রিপোর্ট/ এনএইচ/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর