thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

নবজাতক চুরির দায়ে চীনের ডাক্তারের যাবজ্জীবন

২০১৪ জানুয়ারি ১৪ ১০:৪৯:৪৭
নবজাতক চুরির দায়ে চীনের ডাক্তারের যাবজ্জীবন

দ্য রিপোর্ট ডেস্ক : চীনের এক ডাক্তারকে যাবজ্জীবন জেল দিয়েছে দেশটির একটি আদালত। নবজাতকদের চুরি করে পাচারকারীদের কাছে বিক্রি করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। খবর বিবিসির।

সাংহাইয়ের একটি আদালত জানায়, ফুপিং শহরের জেং সুজিয়া নামের ওই ধাত্রী ডাক্তারের বিরুদ্ধে এ পর্যন্ত সাতটি নবজাতক চুরি করে পাচারকারীদের কাছে বিক্রি করার অভিযোগ প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।

আদালত জানায়, ওই ডাক্তার নবজাতকের বাবা-মাকে বিভিন্ন তথ্য দিয়ে বিভ্রান্ত করতো। সে তাদেরকে বলতো যে, তাদের শিশুর মারাত্মক অসুখ রয়েছে।

আদালত আরো জানায়, জেং সুজিয়ার বিক্রি করা ছয়টি শিশু উদ্ধার করা সম্ভব হলেও একটি শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি। ২০১১ সালের নভেম্বর থেকে জুলাই ২০১৩ সাল সময়ে এসব শিশু চুরি করেন জেং।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর