thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৪ জানুয়ারি ১৪ ১২:৪৬:৫১
শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শনির আখড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে বারোটার দিকে দুর্ঘটনাটি ঘটে। একটি যাত্রীবাহী বাস অটোরিক্সাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন খলিলুর রহমান (৪৫), আজমেরি বেগম (৩৫) ও মায়া চৌধুরী (৫৫)। এ ঘটনায় মীম নামে ৫ বছরের এক শিশু আহত হয়।

খলিলুর রহমান টিকাটুলি শহীদ নবী উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী। আজমেরী বেগম তার স্ত্রী। অপর নিহত মায়া চৌধুরী ফেরি করে কাপড় বিক্রি করতেন। তার স্বামীর নাম নুরুল ইসলাম। রায়েরবাগ কদমতলি এলাকায় তারা থাকতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনির আখড়া ব্রিজের ঢালে যাত্রীবাহী বাসটি একটি অটোরিক্সাকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। মারাত্মক আহত অন্য দুইজনকে পথচারী নাসরিন ও আলী হোসেন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর সাড়ে বারোটার দিকে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ বাসটি আটক করেছে বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/ এসআর/ এমডি/ জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর