thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সুরঞ্জিতসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

২০১৪ জানুয়ারি ১৪ ১৩:০৬:২৯
সুরঞ্জিতসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ-২ আসনের এমপি সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তসহ ১৫ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার দুপুরে শাল্লা জোনের সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন শাল্লা উপজেলা কলেজেশিক্ষক তরুন কান্তি দাস। দায়েরকৃত মামলায় সুরঞ্জিত সেন ছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোডের্র মহাপরিচালক, চেয়ারম্যান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ, শাল্লা উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন।

সহকারী জজ আতিকুল হায়দার মামলাটি আমলে নিয়ে বিবাদীদের সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপণ উপেক্ষা করে শাল্লা কলেজে আব্দুস শহীদ নামক এক ব্যক্তিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করা হয়েছে। যা নিয়ম বহিভূর্ত।

বাদী পক্ষের মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট স্বপন কুমার দাস।

(দ্য রিপোর্ট/আরএআর/এআইএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর