thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

সুচিত্রার গোপনীয়তায় মুখে কুলুপ!

২০১৪ জানুয়ারি ১৪ ১৩:১৯:২৬
সুচিত্রার গোপনীয়তায় মুখে কুলুপ!

কলকাতা প্রতিনিধি : কলকাতার বেলভিউ নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়িকা সুচিত্রা সেন। এবার প্রথম নয়। অসুস্থ হলে প্রতিবারই বেলভিউ নার্সিংহোমেই ভর্তি হন সুচিত্রা। তার ইচ্ছা অনুযায়ী গোপনীয়তা বজায় রাখতে বরাবরই সচেষ্ট থাকেন নার্সিংহোম কর্তৃপক্ষ। গত ২৮ ডিসেম্বর থেকে নার্সিংহোম একইরকম সাবধানতার মধ্যেই রেখেছেন সুচিত্রাকে। কিন্তু, এতদিন কেটে যাওয়ায় ক্রমশ বেড়েই চলেছে সুচিত্রা ভক্তদের কৌতূহল। আর সেই কৌতূহল মেটাতে কার্যত চাপে রয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতির চাপে ইতোমধ্যেই মুখে কুলুপ এঁটেছে নার্সিংহোম।রাজনীতিক, সাংবাদিকসহ নানা মহল থেকে সুচিত্রার শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিতে অনবরত ফোন আসছে নার্সিংহোম কর্তাদের কাছে। তাতে রীতিমতো বিরক্ত কলকাতার এই বেসরকারি হাসপাতালের সমস্তস্তরের কর্মীরা৷ কিন্তু, কোনো অবস্থার কথাই জানাচ্ছেন না তারা। উত্তর পাওয়া যাচ্ছে না নার্সিংহোমের জনসংযোগ কর্মকর্তাদের কাছ থেকেও। কেবলমাত্র নির্দিষ্ট সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুচিত্রার শারীরিক অবস্থার কথা জানাচ্ছেন মেডিক্যাল টিমের প্রধান চিকিৎসক সুব্রত মৈত্র। এর আগে কখনই এইভাবে সাংবাদিক বৈঠকের ব্যবস্থা করা হয়নি। কিন্তু হাসপাতাল কর্তাদের প্রতিনিয়ত যে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তা মেটাতেই কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, নার্সিংহোমের বাইরে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। বিশেষত, গত শনিবার রাতে নিরাপত্তার ঘেরাটোপ ভেঙে নার্সিংহোমে সুচিত্রার কাছে পৌঁছানোর চেষ্টা করেন এক ভক্ত। তারপর থেকেই নার্সিংহোম চত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তা সত্ত্বেও প্রতিনিয়ত ভক্তদের অদম্য কৌতূহলের শিকার হতে হচ্ছে কর্তৃপক্ষকে। পাশাপাশি নার্সিংহোমের অন্দরেও নিরাপত্তা সামাল দিতে যথেষ্ট নাকাল হতে হচ্ছে। দীর্ঘদিন অন্তরালে থাকা এই নায়িকাকে এক পলক দেখে নিতে প্রায়ই আশেপাশে চলে যাচ্ছেন নার্সিংহোমের কর্মীরাও। চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখার জন্য বেলভিউ কর্তৃপক্ষকে মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এসএম/এইচএসএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর