thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

ডেপুটি স্পিকারসহ আরো মন্ত্রী চায় জাপা

২০১৪ জানুয়ারি ১৪ ১৪:১৩:০৯
ডেপুটি স্পিকারসহ আরো মন্ত্রী চায় জাপা

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টি থেকে এবার একজন ডেপুটি স্পিকার ও আরো মন্ত্রী চাইলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, ‘আমরা সরকারে ও বিরোধী দলে আছি। আমাদের দায়িত্ব অনেক বেশি। আমাদের চাওয়া, সংসদে একজন ডেপুটি স্পিকারসহ মন্ত্রিসভায় জাপা থেকে যেন আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।’

বিরোধী দলের নেতা রওশন এরশাদের বাসভবন থেকে জাপার সংসদীয় দলের বৈঠক শেষে মঙ্গলবার দুপুর ১টা ৪০ মিনিটে অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা জানান। বৈঠক শুরু হয় সকাল ১১টায়।

জাপার সংসদীয় দলের সভায় চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার উপস্থিত ছিলেন না।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এ প্রসঙ্গে বলেন, ‘চেয়ারম্যান স্যার তো সব মিটিংয়ে আসবেন না। আর মহাসচিব অসুস্থ। এ জন্য তিনি আসেননি।’

তবে দুপুর ২টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, মহাসচিব সুস্থ আছেন। তিনি ইচ্ছাকৃতভাবেই বৈঠকে যাননি।

এ ছাড়া বৈঠকে কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলাসহ প্রায় ১০ সংসদ সদস্য উপস্থিত ছিলেন ন। তবে ব্যারিস্টার আনিস দাবি করেন, বৈঠকে ২৭ সংসদ সদস্য উপস্থিত ছিলেন। দশম জাতীয় সংসদে জাপার মোট ৩৩ সংসদ সদস্য রয়েছেন।

ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেন, ‘অনেকে বলেন, জাপা কিভাবে এক সঙ্গে সরকারি ও বিরোধী দলে থাকবে। আমরা বলবো, পাকিস্তানে নওয়াজ শরীফের দল তো জারদারির মন্ত্রিসভায় ছিল। পরে তারা ক্ষমতায় এসেছে। আমাদের সে সুযোগ রয়েছে।’

জাপার মুখপাত্র হিসেবে জি এম কাদের ও রুহুল আমিন হাওলাদারকে নিয়োগ দেওয়ার পর তিনি কি হিসেবে বক্তব্য দিচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে এ মন্ত্রী জানান, ‘এটা সংসদীয় দলের বৈঠক ছিল। মহাসচিব অসুস্থ, এ কারণে আসেননি। আপনারা ডাকলেন এ জন্য কথা বলছি।’

জি এম কাদেরকে রংপুর থেকে প্রধামন্ত্রীর ছেড়ে দেওয়া আসনে এমপি করা হবে কি না- এমন প্রশ্নের উত্তরের তিনি বলেন, ‘আমাদের তো আর আসনশূন্য হয়নি। তবে আমরা প্রার্থী দিতে পারি। সেটা আলোচনা করে সিদ্বান্ত নিবো।’

দলে কোনো কোন্দল আছে কি না- এমন প্রশ্নের উত্তরে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘যারা স্যারের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করেছিলেন তাদের সরকারের বিভিন্ন গূরুত্বপূর্ণ জায়গায় রাখা যায় কি না সে বিষয়ে আমরা আলোচনা করবো। আমরা চেয়ারম্যান এরশাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি।’

বৈঠকে বুধবার সকালে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় পার্টির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মুজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, তাজুল ইসলাম চৌধুরী, নাসিম ওসমান, সেলিম উদ্দিন, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/এমএআর/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর