thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তাগিদ

২০১৪ জানুয়ারি ১৪ ১৪:৪০:১১
শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তাগিদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : শিশুদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করার তাগিদ দিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মঙ্গলবার দুপুর পৌনে দুইটায় বায়তুল মোকাররম মসজিদে ইসলামী ফাউন্ডেশন আয়োজিত শিশু সমাবেশ ও র‌্যালি পরবর্তী আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাই দ্বীনকে টিকিয়ে রাখতে, হযরত মুহাম্মদ (সা.) এর আদর্শকে প্রতিষ্ঠিত করতে শিশুদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। আগামী প্রজন্মকে আদর্শবান হিসেবে গড়ে তুলতে হলে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শিশুদের শুভেচ্ছা জানিয়ে বলেন, তোমরা নবীজীর জন্ম দিবসে তোমাদেরকে বলব- তোমরা নবীর আদর্শকে সামনে নিয়ে জীবন গড়বে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহম্মদ আফজালসহ ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে সকাল ১১টায় শিশুদের নিয়ে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট দিয়ে বের হয়ে জাতীয় প্রেস ক্লাব ও সচিবালয়ের দক্ষিণ পাশ দিয়ে আবার বায়তুল মোকাররম মসজিদে এসে শেষ হয়।

(দ্য রিপোর্ট/এএইচএ/এইচএসএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর