thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

থাইল্যান্ডে বিক্ষোভকারীদের সরকারি অফিসের সামনে অবস্থান

২০১৪ জানুয়ারি ১৪ ১৫:৩৯:৪৮
থাইল্যান্ডে বিক্ষোভকারীদের সরকারি অফিসের সামনে অবস্থান

দ্য রিপোর্ট ডেস্ক : থাইল্যান্ডে বিরোধীদের ঘোষিত ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার হাজার হাজার বিক্ষোভকারী রাজধানী ব্যাংককের রাস্তায় অবস্থান নিয়েছে। সরকার অচল করার লক্ষ্যে বিক্ষোভকারীরা দেশটির সকল সরকারি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। খবর আলজাজিরার।

বিক্ষোভকারীরা সরকারি অফিসগুলোতে তালা দিয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ে প্রবেশ করতে বাধা দিচ্ছে। এ সময় তারা সকল গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও রাজনৈতিক কার্যালয়গুলো ঘেরাও করে রাখে।

এ দিন বিক্ষোভকারীরা নগরীর সাতটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে শহরের সকল যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়।

এদিকে শহরটিতে যে কোনো ধরণের সহিংসতা এড়ানোর জন্য ১৮ হাজার পুলিশ নিয়োগ দিয়েছে দেশটির সরকার।

প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে ক্ষমতা থেকে সরানোর জন্য গত নভেম্বর থেকে আন্দোলন শুরু করে দেশটির বিরোধীরা। বিক্ষোভের মুখে ইংলাক নতুন করে নির্বাচনের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা এতে শান্ত হয়নি। তারা ইংলাকের পদত্যাগ ও নির্বাচন অনুষ্ঠান বন্ধ করতে সপ্তাহব্যাপী ব্যাংকক ‘শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে। গত সোমবার থেকে এ কর্মসূচি শুরু হয়।

এ পর্যন্ত দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে কমপক্ষে ৮ জন মারা গেছে এবং ৫ শতাধিক লোক আহত হযেছে।

(দ্য রিপোর্ট/এআইএম/ এমডি/জানুয়ারি ১৪, ২০১৪)

.

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর