thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

যশোর পুলিশ সুপার প্রত্যাহারে আ.লীগের আল্টিমেটাম

২০১৪ জানুয়ারি ১৪ ১৬:২৮:০৯
যশোর পুলিশ সুপার প্রত্যাহারে আ.লীগের আল্টিমেটাম

যশোর সংবাদদাতা : যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্রকে প্রত্যাহারে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা রাজু। প্রত্যাহার করা না হলে বিক্ষোভ কর্মসূচি এমনকি লাগাতার অনশনেরও হুমকি দেন তিনি।

অপরদিকে, যশোর-৫ আসনে নৌকার মার্কার বিপরীতে ভোটে অংশগ্রহণকারী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য্য চাঁদসহ মণিরামপুর উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের ৮ নেতা-কর্মীকে বহিষ্কারের ঘোষণাও দেন তিনি।

যশোর প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুর ১২টায় সাংবাদিক সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

‘মণিরামপুর, অভয়নগরসহ যশোরের বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সংখ্যালঘুদের ওপর হামলার সহায়তাকারী যশোরের পুলিশ সুপার জয়দেব ভদ্রকে অপসারণের’ দাবিতে ডাকা সাংবাদিক সম্মেলন আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ।

সম্মেলনে আলী রেজা রাজু বলেন, ‘জয়দেব ভদ্র যশোরে পুলিশ সুপার হিসেবে যোগদান করার পর আমরা তাকে সৎ একজন কর্মকর্তা ভেবেছিলাম। কিন্তু সেই বাঘের বাচ্চার ডোরাকাটা দাগ আস্তে আস্তে মিইয়ে যায় এবং বাঘটি অনেক ছোট হয়ে আসে।’

এর কারণ হিসেবে তিনি বলেন, ‘সীমান্তবর্তী জেলা যশোরে টাকা উড়ে বেড়ায়। তিনি তার স্বাদ পেয়ে দুর্নীতির পাহাড় গড়েছেন।’

আওয়ামী লীগ সভাপতি দাবি করেন, ‘পুলিশ সুপার তার এক আত্মীয় যিনি যশোরের বাসিন্দা নন, তাকে চাকরি পাইয়ে দিয়ে কেশবপুরে জমি কিনে এখানকার বাসিন্দাও করেছেন।’

আলী রেজা রাজু অভিযোগ করে আরো বলেন, ‘আমরা কোনো সুপারিশ করলে সেটি দুর্নীতি হয় বলে পুলিশ সুপার জোর গলায় বলেন। আর তিনি যা করেছেন বা করেন তা কি বিশুদ্ধ?’

মণিরামপুর আসনে নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে পুলিশ সুপার বিএনপি-জামায়াতকে প্রশ্রয় দিয়েছেন অভিযোগ করে আলী রেজা রাজু বলেন, ‘পুলিশ সুপারের নিষ্ক্রিয়তায় সেখানে ৬০টি ভোটকেন্দ্রে বোমাহামলা, ব্যালট পেপার লুট ও আওয়ামী লীগের নেতা-কর্মী মারধরের শিকার হয়েছেন।’

অভয়নগরের চাপাতলায় তাণ্ডবের দুই ঘণ্টা আগেই খবর পেয়েছিলেন জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি দাবি করেন, ‘আমি বারবার পুলিশ সুপারকে বিষয়টি জানালেও তিনি তা শোনেননি। যে কারণে এমন তাণ্ডবের শিকার হয়েছেন ওই এলাকার মানুষ।’

সংবাদ সম্মেলনে তিনি ছাড়াও দলের সহ-সভাপতি জহুর আহমেদ, যুগ্ম-সম্পাদক সাইফুজ্জামান পিকুল, আব্দুর রহমান আব্দার, মোহিত কুমার নাথ, অধ্যক্ষ মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

মণিরামপুরে যারা বহিষ্কার হলেন- স্বপন ভট্টাচার্য্য চাঁদ, আমজাদ হোসেন লাভলু, এস এম নজরুল ইসলাম, অজিত ঘোষ, গৌতম চক্রবর্তী, হাবিবুর রহমান ভোলা, তপন কুমার পবন, স ম আলাউদ্দীন।

প্রসঙ্গত, মণিরামপুর ছাড়াও যশোর-২ ও যশোর-৪ আসনে নৌকা মার্কার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যথাক্রমে আওয়ামী লীগ নেতা সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম ও সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আব্দুল ওহাব নির্বাচন করলেও দলীয়ভাবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি জেলা আওয়ামী লীগ।

এর আগে, ৮ জানুয়ারি যশোরের পুলিশ সুপার (এসপি) জয়দেব ভদ্রকে প্রত্যাহারের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এ নির্দেশ পাঠায় কমিশন।

ইসির কর্মকর্তারা জানান, ৫ জানুয়ারি ভোটগ্রহণের দিন যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিস দেয় কমিশন। উপযুক্ত কারণ দর্শাতে না পারায় তাকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

প্রত্যাহারের বিষয়ে পুলিশ সুপার জয়দেব ভদ্রকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এ সংক্রান্ত কোনো চিঠি তিনি পাননি। মঙ্গলবার আইজিপির সঙ্গে তাকেও যশোরের মালোপাড়া পরিদর্শনে দেখা যায়।

(দ্য রিপোর্ট/জেএম/এমএআর/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর