thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

একে-৪৭ নিয়ে আত্মপীড়নে ছিলেন কালাশনিকভ

২০১৪ জানুয়ারি ১৪ ১৬:৪৭:১৩
একে-৪৭ নিয়ে আত্মপীড়নে ছিলেন কালাশনিকভ

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত এসাল্ট রাইফেল একে-৪৭-এর ডিজাইন করে বিখ্যাত হয়েছিলেন মিখাইল কালাশনিকভ। কিন্তু জীবনের শেষ মুহূর্তে এই একে-৪৭ই হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় আত্মপীড়নের বিষয়।

রাশিয়ার অর্থোডক্স চার্চের পাদ্রির কাছে লেখা এক চিঠিতে কালাশনিকভ বলেছিলেন, একে-৪৭ এর গুলিতে আক্রান্ত প্রত্যেক ব্যাক্তির দায় তার উপরই বর্তায়। কেননা, তিনিই এই বিধ্বংসী অস্ত্রের আবিষ্কর্তা।

৯৪ বছর বয়সে গত ডিসেম্বরে মৃত্যুবরণ করা কালাশনিকভ সুদীর্ঘ ও আবেগপ্রবণ ওই চিঠিটি গত এপ্রিলে রাশিয়ার কিরিলের চার্চ’স পেট্রিয়াকে পাঠিয়েছিলেন। রাশিয়ার ক্রেমলিন থেকে প্রকাশিত ইজভেস্তা নামক একটি পত্রিকায় সোমবার এ তথ্য জানানো হয়।

চিঠিতে তিনি লেখেন, ‘আমার ভেতরে যে কষ্ট আছে তা অসহনীয়। আমি সবসময় নিজেকে ওই একই উত্তরহীন প্রশ্ন জিজ্ঞেস করি- ‘আমার আবিষ্কৃত এসাল্ট রাইফেলটি যদি কাউকে হত্যা্ করে তবে এর জন্য কি………আমি মিখাইল কালাশনিকভ দায়ী নই?

ইজভেস্তার প্রকাশিত স্বহস্তে টাইপ করা ওই চিঠিতে কালাশনিকভের স্বাক্ষর ছিল। স্বাক্ষরে লেখা ছিল- ‘সৃষ্টিকর্তার দাস, ডিজাইনার মিখাইল কালাশনিকভ’।

২০০২ সালে কালাশনিকভ বলেছিলেন, ‘আমি আমার আবিষ্কার নিয়ে গর্বিত। তবে সন্ত্রাসীরা এটা ব্যবহার করায় এ নিয়ে আমি দুঃখিত।’

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর