thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

দক্ষিণ সুদানে ফেরি ডুবে ২ শতাধিক নিহত

২০১৪ জানুয়ারি ১৪ ১৭:০২:৩৫
দক্ষিণ সুদানে ফেরি ডুবে ২ শতাধিক নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : দক্ষিণ সুদানের নীলনদে এক ফেরি দূর্ঘটনায় দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুদ্ধবিধ্বস্ত মালাকাল শহর থেকে শতশত আদিবাসীরা পালিয়ে যাওয়ার সময় রবিবার এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ের এএফপিকে জানান, আমাদের পাওয়া তথ্যমতে, অতিরিক্ত যাত্রীবাহী ওই ফেরি দুর্ঘটনায় ২০০ থেকে ৩০০ লোক মারা গেছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

তিনি জানান, তারা সবাই নদীতে ‍ডুবে গেছেন। মালাকালে পুনরায় শুরু হওয়া যুদ্ধের হাত থেকে রক্ষা পেতে তারা শহরটি ছেড়ে পালাচ্ছিলেন।

সম্প্রতি জাতিসংঘ জানিযেছে, দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে তিন লাখ ৫৫ হাজার লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছে।

মালাকাল শহরটি দক্ষিণ সুদানের তেলসমৃদ্ধ শহরগুলোর প্রবেশদ্বার হিসেবে বিবেচিত এবং গত কয়েক সপ্তাহ ধরে শহরটিতে ব্যাপক যুদ্ধ চলছে।

(দ্য রিপোর্ট/এআইএম/এসকে/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর