thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ 25, ৩০ ফাল্গুন ১৪৩১,  ১৪ রমজান 1446

নোয়াখালীতে ডাকাতি, বাবা ও মেয়েকে কুপিয়ে জখম

২০১৪ জানুয়ারি ১৪ ১৭:৩০:১৮
নোয়াখালীতে ডাকাতি, বাবা ও মেয়েকে কুপিয়ে জখম

নোয়াখালী সংবাদদাতা : নোয়াখালীর কবিরহাট উপজেলার ১নং নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রামের সানি আহম্মদের নতুন বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদল দুইজনকে কুপিয়ে আহত করে। সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, সানি আহম্মদ (৬৫) এবং তার মেয়ে লাকী আক্তার (৩৫)।

এলাকাবাসী জানায়, সোমবার গভীর রাতে ৬-৭ জনের অস্ত্রধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে ঘরের লোকজন বাধা দিতে আসলে বাবা ও মেয়েকে কুপিয়ে মারাত্মক জখম করে। এরপর তারা পালিয়ে যায়।

আহতদের চিৎকার শুনে এলাকাবাসী তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এইউ/এফএস/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর