thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘রাসূলের (সা.) আদর্শ অনুযায়ী জাপার নেতৃত্ব গড়ে তুলবো’

২০১৪ জানুয়ারি ১৪ ১৮:৪৬:২৪
‘রাসূলের (সা.) আদর্শ অনুযায়ী জাপার নেতৃত্ব গড়ে তুলবো’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাসূলের (সা.) আদর্শ অনুযায়ী জাতীয় পার্টির নেতৃত্ব গড়ে তোলা হবে বলে জানিয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের ছোটভাই জিএম কাদের। তিনি বলেছেন, ‘রাসূল (সা.) ছিলেন সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ। তিনি কখনো খেয়ে, কখনো না খেয়ে রাজনীতি করেছেন। আমাদেরকেও রাসূল (সা.) এর মতো ত্যাগের মহিতা দেখাতে হবে।’

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার বিকেলে জাতীয় পার্টির কাকরাইল অফিসে মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, ‘মন্ত্রী হওয়ার দৌড়ে যারা আছেন তাদেরকেও সর্বোচ্চ ত্যাগের মহিমা দেখাতে হবে। আমাদেরকে ত্যাগের মহিমায় ভাস্বর হতে হবে।’

তিনি বলেন, ‘আমার ভাই এরশাদ অসুস্থ। আপনারা তার জন্য দোয়া করবেন। তিনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’

মিলাদ মাহফিলে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার উপস্থিত থাকলেও তিনি কোন কথা বলেননি। মিলাদে আরও উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য এম এম ফয়সল চিশতী, আব্দুস সবুর আসুদ, আহসান হাবিব লিঙ্কন, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ ভাসানী প্রমুখ।

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর