thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘দুষ্কৃতিকারীরাই সংখ্যালঘু’

২০১৪ জানুয়ারি ১৪ ১৮:৫৬:১২
‘দুষ্কৃতিকারীরাই সংখ্যালঘু’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘আপনারা সংখ্যালঘু নন, দুষ্কৃতিকারীরাই সংখ্যালঘু’ বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার। মঙ্গলবার যশোরের অভয়নগর থানাধীন মালোপাড়ার সংখ্যালঘুদের উপর হামলার ঘটনাস্থল পরিদর্শনকালে ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

হামলার ঘটনাস্থল পরিদর্শনের পাশপাশি ক্ষতিগ্রস্তদের সঙ্গে তিনি মতবিনিময় করেন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় তিনি বলেন, ঘটনাটি দুঃখজনক। দুষ্কৃতিকারীদের কঠোরভাবে দমন করার লক্ষে পুলিশ সর্বাত্মক অভিযান পরিচালনা করছে।

তিনি আরো বলেন, দুষ্কৃতিকারীরা গ্রেফতার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, র‌্যাবের মহাপরিচালক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং খুলনা রেঞ্জ ডিআইজিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

(দ্য রিপোর্ট/এএইচএ/জেএম/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর