thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

হাইটেক পার্কের কাজ দ্রুত শেষের প্রত্যাশা

২০১৪ জানুয়ারি ১৪ ১৮:৫৮:৫৪
হাইটেক পার্কের কাজ দ্রুত শেষের প্রত্যাশা

গাজীপুর সংবাদদাতা : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমদ পলক বলেছেন, ‘হাইটেক পার্ক নিয়ে আমরা যে আইনি জটিলতায় পড়েছি তা নিরসন করে দ্রুত পার্ক প্রতিষ্ঠার কাজটি শেষ করতে পারব বলে আশা করছি। ইতোমধ্যে আমরা অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে কাজ শুরু করেছি।’

গাজীপুরের কালিয়াকৈর হাইটেক পার্ক পরিদর্শনকালে মঙ্গলবার দুপুরে এ কথা বলেন তিনি।

এর আগে এক গোলটেবিল বৈঠকে হাইটেক পার্কের কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হয়। পার্কে পৌঁছে তিনি হাইটেক পার্কের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে স্থানীয় প্রশাসনসহ হাইটেক পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর