thereport24.com
ঢাকা, শনিবার, ৪ মে 24, ২১ বৈশাখ ১৪৩১,  ২৫ শাওয়াল 1445

উত্তরপ্রদেশে বিক্ষোভরত নারীদের পেটাল পুলিশ

২০১৪ জানুয়ারি ১৪ ১৯:১৬:৪৫
উত্তরপ্রদেশে বিক্ষোভরত নারীদের পেটাল পুলিশ

কলকাতা প্রতিনিধি ও দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে বিক্ষোভরত নারীদের চড়, লাথি ও লাঠি দিয়ে পিটিয়েছে পুলিশ। রাজ্যের ফিরোজাবাদের রসুলপুরে সোমবার রাতে দুর্ঘটনায় দুই শ্রমিক নিহতের প্রতিবাদে ওই নারীরা বিক্ষোভ প্রদর্শন করছিলেন।

জানা যায়, সোমবার রাতে ফিরোজাবাদের এন-এইচ-টু হাইওয়েতে এক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে হাইওয়েতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার নারীরাও বিক্ষোভ প্রদর্শন করছিলেন। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ শুরু করে। কোনো কোনো পুলিশ সদস্য নারীদের চড়, ঘুষি, লাথিও মারে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, রসুলপুর পুলিশ স্টেশনের স্টেশন হাউজ অফিসার শ্রী প্রকাশ যাদবের নেতৃত্বে নারীদের নির্দয়ভাবে চড়, ঘুষি ও লাথি মারা হচ্ছে। এ সময় অনেককে লাঠি দিয়ে পেটাতেও দেখা যায়।

এ ঘটনার পর এখন পর্যন্ত ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ ব্যাপারে রাজ্য সরকারের কাছে তদন্ত দাবি করেছে কংগ্রেস। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির সদস্য আখিলিশ যাদব এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এদিকে ভারতের জাতীয় মহিলা কমিশন অভিযুক্ত পুলিশ সদস্যদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে। কমিশনের চেয়ারপারসন মমতা শর্মা জানিয়েছেন, এ বিষয়ে তিনি নিজে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলবেন।

(দ্য রিপোর্ট/এসএম/এসকে/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর