thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

সমাজ সচেতন বিয়ন্স নোয়েলস

২০১৪ জানুয়ারি ১৪ ১৯:৪৫:৪১
সমাজ সচেতন বিয়ন্স নোয়েলস

দ্য রিপোর্ট ডেস্ক : লিঙ্গ বৈষম্য নিয়ে রচিত বইগুলো ‘শুধুই রূপকথা’ উল্লেখ করে তা কেনা থেকে বিরত থাকার জন্য পাঠকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিয়ন্স নোয়েলস।

সমাজে বিদ্যমান লিঙ্গ বৈষম্য নিয়ে এই মার্কিন গায়িকার লেখা ‘লিঙ্গ সাম্যতা হচ্ছে শুধুই রূপকথা’ শীর্ষক রচনায় তিনি এ অভিমত ব্যক্ত করেছেন।

তার রচনায় কর্মক্ষেত্রে নারী ও পুরুষের ‘অসম’ মজুরির বিষয়টি মূলত ফুটে উঠেছে। মারিয়া স্রিভার নামক এক লেখকের ‘স্রিভার রিপোর্ট : অ্যা ওম্যানস ন্যাশন পুসেস ব্যাক ফ্রম দা ব্রিংক’ ফিচারে প্রকাশিত এ রচনায় আরও জানা যায়, মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মহিলা যারা কর্মক্ষেত্রে নিয়োজিত, তাদের গড় আয় পুরুষদের গড় আয়ের তুলনায় ৭৭ শতাংশ মাত্র।

বিয়ন্স নোয়েলস ছাড়াও এ রিপোর্টে অন্যান্য তারকার লেখনিরও প্রকাশ ঘটে। সমাজ সচেতন এ সকল তারকার মধ্যে ইভা লংগোরিয়ার ‘অ্যামপাওয়ারিং ল্যাটিনাস’, লিব্রন জেমসের ‘অ্যামেরিকানস ওয়ার্কিং সিংগল ওম্যান : অ্যান এপ্রিসিয়েশন’ এবং জেনিফার গার্নারের ‘টার্নিং পোভার্টি অ্যারাউন্ড : ট্রেইনিং পেরেন্টস টু হেল্প দেয়ার কিডস’ রচনাসহ বহু খ্যাতনামা ব্যক্তি এ রিপোর্ট প্রকাশে অবদান রাখেন।

সমাজে প্রচলিত লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই তারকারা এ উদ্যোগ নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/পিআর/এমএআর/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর