thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

গর্ভপাত ‘ভয়ঙ্কর’ : পোপ ফ্রান্সিস

২০১৪ জানুয়ারি ১৪ ২০:৪৪:২৭
গর্ভপাত ‘ভয়ঙ্কর’ : পোপ ফ্রান্সিস

দ্য রিপোর্ট ডেস্ক : গর্ভপাতকে ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করেছেন ভ্যাটিকানের আর্জেন্টাইন পোপ ফ্রান্সিস। এটিকে ‘সংস্কৃতিবিরোধী’ ও মানব জীবনে এটার মূল্য খুবই কম বলে উল্লেখ করেছেন তিনি। খবর আলজাজিরার।

কূনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বাৎসরিক সম্ভাষণকালে সোমবার ভ্যাটিকানে তিনি এ সব কথা বলেন। যদিও রোমান ক্যাথলিক চার্চের সংরক্ষণশীলরা তাকে গর্ভপাতের বিরুদ্ধে আক্রমণাত্মক কোনো মন্তব্য না করতে অনুরোধ করেছিলেন।

পোপ বলেন, ‘এটা ভাবতেও ভয় লাগে যে, গর্ভপাতের শিকার শিশুরা কোনোদিন দিনের আলো দেখতে পাবে না।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত, শুধু খাদ্য ও পরিহার্য দ্রব্যের জন্যই বাচ্চা ফালানো হয় না। বরং, প্রায়ই অযথা বাচ্চা ফেলে দেওয়া হচ্ছে।’

এর আগেও পোপ ষোড়শ বেনেডিক্ট ও দ্বিতীয় জন পল গর্ভপাতের বিরুদ্ধে একই ধরনের অবস্থান নিয়েছিলেন।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর