thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত রাহুলের

২০১৪ জানুয়ারি ১৪ ২১:৩৫:০০
প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত রাহুলের

দ্য রিপোর্ট ডেস্ক : দলের পক্ষ থেকে যে কোনো দায়িত্ব দেওয়া হলে তা পালন করতে প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। সম্প্রতি মনমোহন সিং আর প্রধানমন্ত্রী পদে দাঁড়াবেন না বলে ঘোষণা দেন এবং রাহুলকে ওই পদের জন্য যোগ্য বলে মন্তব্য করেন। তার ওই মন্তব্যের পর রাহুলের এ উক্তিকে তার প্রধানমন্ত্রী পদে লড়ার ইঙ্গিত হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

হিন্দি পত্রিকা দৈনিক ভাস্করের বরাত দিয়ে এনডিটিভি মঙ্গলবার এ খবর জানায়।

দৈনিকটিতে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘বর্তমানে আমার দলের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে আমি তা পালন করতে প্রস্তুত রয়েছি। আমি আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তা পালনের চেষ্টা করব।’

কংগ্রেসের উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার। এরপরই ৪৩ বছর বয়সী এ নেতা এ সাক্ষাৎকার দিলেন।

২০১৩ সালের জানুয়ারিতে তিনি ক্ষমতাকে ‘বিষ’ বলে উল্লেখ করেছিলেন- এমন প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘ক্ষমতা বিষ; তার মানে এই নয় যে, আমি দায়িত্ব নিতে রাজী নই। আমার জীবনে ‘অনীহা’ বলে কোনো শব্দ নেই।’

এ সময় তাকে আম আদমি পার্টি (এএপি) সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এএপি ভিন্ন পথে কাজ করছে। আমি স্বীকার করতে চাই, এএপি দিল্লিতে এমন কিছু কাজ করেছে যা কংগ্রেস করতে চেয়েছিল।’

প্রসঙ্গত, আগামী এপ্রিল-মে’তে ভারতের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বিজেপির নরেন্দ্র মোদি ইতোমধ্যেই তার প্রচারণা শুরু করেছেন।

(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর