thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

আ.লীগের সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বিক্রি বুধবার শুরু

২০১৪ জানুয়ারি ১৪ ২২:৪২:৩৫
আ.লীগের সংরক্ষিত আসনের মনোনয়নপত্র বিক্রি বুধবার শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নপত্র বিক্রি হবে বুধবার থেকে।

জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মনোনয়নপত্রের নির্ধারিত ফি বাবদ নগদ ২৫ হাজার টাকা জমা দিয়ে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

এ ছাড়া রবিবার বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

এ বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকারের ব্যাপারেও আলোচনা হয়েছে। সংসদীয় বোর্ডের অধিকাংশ সদস্য স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে পুনরায় নিযুক্তের ব্যাপারে মত দিয়েছেন। তবে তা এখনও চূড়ান্ত হয়নি।

(দ্য রিপোর্ট/এইউএ/এনডিএস/জানুয়ারি ১৪, ২১০৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর